শর্তাবলী
- গ্রাহক ৩০ দিন মেয়াদে পাবেন ১৮০০ মিনিট (জিপি-যেকোনো লোকাল অপারেটর), ৭৫ জিবি ইন্টারনেট (বোনাস সহ ৫০ জিবি + ২৫ জিবি সোশ্যাল প্যাক) এবং ৫০০ এসএমএস
- এই বান্ডেল অফারটি পেতে এলিজিবল গ্রাহকদের ঠিক ১৪৯৮ টাকা রিচার্জ অথবা ডায়াল করতে হবে *১২১*১৪৯৮#
- বান্ডেল প্যাকের মিনিট/এসএমএস ‘জিপি-যেকোনো লোকাল অপারেটরে’ কল করার জন্য ব্যবহার করা যাবে
- বান্ডেল প্যাকের মেয়াদ শেষে যদি একজন গ্রাহকের কোনো অবশিষ্ট মিনিট ও ইন্টারনেট থাকে, তাহলে তা আর ব্যবহার করা যাবে না; যদি কোনো গ্রাহক মেয়াদ থাকাকালীন পুনরায় প্যাকটি ক্রয় করেন তাহলে অব্যবহৃত মিনিট ও ইন্টারনেট ক্রয়কৃত নতুন প্যাকের সাথে যোগ হবে এবং মেয়াদ বাড়ানো হবে
- মেয়াদ শেষ হলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে (ভলিউম ও ভ্যালিডিটি) সর্বোচ্চ PayGo রেট ৬.০৮৭৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি-সহ) কাটা হবে
- গ্রাহক যদি মেয়াদ থাকাকালীন একই প্যাক পুনরায় ক্রয় করেন তবে অব্যবহৃত মিনিট এবং রেগুলার-ইন্টারনেট ভলিউম নতুন ক্রয়কৃত মিনিট ও ইন্টারনেট ভলিউমের সাথে যুক্ত হবে
- বোনাস ভলিউম এর মেয়াদ শেষ হলে তা ক্রয়কৃত প্যাকের ভলিউম এর সাথে যুক্ত হবে না।
- সোশ্যাল প্যাক ভলিউম দিয়ে শুধু ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, টুইটার, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইমো ব্যবহার করা যাবে। সোশ্যাল প্যাক ভলিউম দিয়ে ফেসবুক মেসেঞ্জার থেকে ভয়েস এবং ভিডিও কল করা যাবে না। অন্য কোনো সাধারণ প্যাকের ইন্টারনেট অবশিষ্ট না থাকলে ফেসবুক মেসেঞ্জার থেকে ভয়েস এবং ভিডিও কল করলে ১.২২ টাকা/এমবি (SD+VAT+SC সহ) ৬.০৮৭৫ টাকা পর্যন্ত চার্জ কাটা হবে। গ্রাহকরা প্রক্সি ভিত্তিক ব্রাউজারের মাধ্যমে উল্লেখিত সাইটগুলি ব্রাউজ করতে পারবেন না। শুধু ডিফল্ট ওয়েব ব্রাউজার এবং অ্যাপ ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট প্যাকের সকল শর্তাবলি এখানেও প্রযোজ্য হবে।
- চরকি, হইচই ও বায়োস্কোপ সাবস্ক্রিপশন এর মেয়াদ ৩০ দিন। প্যাক ক্রয়ের পরে গ্রাহকগণ ওটিটি প্লাটফর্মের লিংক সহ এসএমএস পাবেন। গ্রাহক তার জিপি নম্বর দিয়ে লগইন করে প্রিমিয়াম কন্টেন্ট ব্রাউজ করতে পারবেন। কন্টেন্ট উপভোগ করতে গ্রাহকগণ চরকি, হইচই ও বায়োস্কোপ অ্যাপ ডাউনলোড করতে পারেন। এই সকল প্লাটফর্মের কনটেন্ট উপভোগ করতে ডাটা ভলিউম ব্যবহৃত হবে।
- প্যাক ক্রয়ের সময় 'বিকাশ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট'-এর জন্য যেকোনো পূর্বের সাবস্ক্রিপশন ফি বা ইমার্জেন্সি ব্যালেন্স ইউজেস, প্যাক কেনার জন্য রিচার্জ করা অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে; সেক্ষেত্রে এই বান্ডেল প্যাকটি চালু নাও হতে পারে
- অবশিষ্ট মিনিট ও ইন্টারনেট ব্যালেন্স চেক করতে গ্রাহককে *১২১*১*২# ডায়াল করতে হবে
- "জিপি-যেকোনো লোকাল অপারেটরে" বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন ও জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়; এই মিনিট ইমার্জেন্সি ব্যালেন্স, কল ডাইভার্ট/কল ফরোয়ার্ড ট্যারিফের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কল ডাইভার্ট/ফরোয়ার্ড সুবিধাটি চালু থাকাকালীন রেগুলার প্রোডাক্ট প্যাকেজ এর ট্যারিফ প্রযোজ্য হবে
- মেইন অ্যাকাউন্ট/রিচার্জ এর মেয়াদ শেষ হয়ে গেলে, এই বান্ডেল প্যাকের ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে।
- ভয়েস কলের জন্য ১০ সেকেন্ড পাল্স প্রযোজ্য
- মূল্য SD, VAT এবং SC সহ
- অটো রিনিউয়াল প্রযোজ্য নয়
- এই অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়